মনের যত কথা
বিশ্ব সংগীতের সমৃদ্ধ ধারায়, বাংলা সংগীতের অবস্থানকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। হাজার বছরের পথচলায় বাংলা গানের ব্যাপ্তি আজ বিশ্বজনবিদিত। বাংলা গানের এই সমৃদ্ধি অর্জনে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তেমনি বিভিন্ন শিল্পীর বংশপরম্পরা রেখেছে অবিস্মরণীয় অবদান।
এই ক্ষুদ্র নিবন্ধে আমি, দুই বাংলার কিছু দিকপাল সংগীত শিল্পী ও তাঁদের উত্তরাধিকার-অবদান নিয়ে অত্যন্ত ক্ষুদ্র পরিসরে আলোচনা করবো। আজকের আলোচনা পশ্চিমবঙ্গ কেন্দ্রিক। দ্বিতীয় পর্বে আমি বাংলাদেশের শিল্পীদের বংশপরম্পরা আলোচনা করবো।
১. রবিন মজুমদার- প্রখ্যাত নায়ক-গায়ক ছিলেন। তাঁর দিদি গৌরী ঘোষ, বিখ্যাত বাচিক শিল্পী।
২. হেমন্ত মুখোপাধ্যায়- এঁর স্ত্রী বেলা মুখোপাধ্যায় বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছেন। তাঁদের কন্যা শিল্পী রাণু মুখোপাধ্যায়- “পুশি ক্যাট পুশি ক্যাট” গানে তিনি উপমহাদেশে বিখ্যাত। হেমন্তের ভাই, অমল মুখোপাধ্যায়- আধুনিক বাংলা গানের একজন চমৎকার শিল্পী ছিলেন।
৩. শিল্পী অপরেশ লাহিড়ীর সুযোগ্য পুত্র, বাপ্পি লাহিড়ী-
উপমহাদেশের আধুনিক সংগীতের একজন দিকপাল।
বাপ্পি লাহিড়ীর শ্যালিকা চন্দ্রাণী মুখোপাধ্যায় একজন সর্বভারতীয় গায়িকা ।
৪. শচীন দেব বর্মণের স্ত্রী মিরা দেব বর্মণ ছিলেন একজন অসাধারণ গায়িকা। এই দম্পতির বিখ্যাত পুত্র সন্তান, রাহুল দেব বর্মণ- বিখ্যাত গায়ক ও কম্পোজার
৫. শ্যামল মিত্র- এঁর ছোটো ভাই শৈলেন মিত্র, অনেক জনপ্রিয় গানের শিল্পী। শ্যামল মিত্রের পুত্র, সৈকত মিত্র বাবার সুযোগ্য উত্তরাধিকারী।
৬. মানবেন্দ্র মুখোপাধ্যায়- এঁর কন্যা মানসী মুখোপাধ্যায়- এ প্রজন্মের একজন ঋদ্ধ শিল্পী।
৭. কৃষ্ণচন্দ্র দে (কানা কেষ্ট) মহান সংগীত সাধকের প্রাণপ্রিয় ও কিংবদন্তি ভাইপো, মান্না দে। আবার, মান্না দে’র ভাইপো সুদেব দে।
৮. সলিল চৌধুরী- উপমহাদেশ-সংগীতের একটি প্রতিষ্ঠান। সলিল চৌধুরীর স্ত্রী সবিতা চৌধুরী ছিলেন
অসাধারণ গায়িকা। তাঁদের স্বনামধন্য কন্যা, গায়িকা অন্তরা চৌধুরী।
৯. গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় ছিলেন বিখ্যাত গীতিকবি ও সুরকার শ্যামল গুপ্তের স্ত্রী।
১০. ধনঞ্জয় ভট্টাচার্য- এঁর ভাই ছিলেন, অকালপ্রয়াত, বিখ্যাত ভক্তিগীতি শিল্পী পান্নালাল ভট্টাচার্য।
১১. কিশোর কুমার-এঁর স্ত্রী রুমা গুহঠাকুরতা এবং ভাই ভাই অশোক কুমার ছিলেন বিখ্যাত নায়ক ও গায়ক।
কিশোর-পুত্র অমিত কুমার, তাঁর বাবার নামের প্রতি যথেষ্ট সুবিচার করে চলেছেন।
১২. সতীনাথ মুখোপাধ্যায় ও উৎপলা সেন ছিলেন স্বামী-স্ত্রী।
১৪. শিবাজি চট্টোপাধ্যায় ও অরুন্ধতী হোম চৌধুরী স্বামী-স্ত্রী।
১৫. নচিকেতা ঘোষ- ছিলেন ডাক্তার। সংগীতকে পেশা হিসেবে গ্রহণ করেন। প্রখ্যাত এই সুরকারের কিংবদন্তি পুত্র, সুপর্ণকান্তি ঘোষ- “কফি হাউসের সেই আড্ডা” গানের সুরকার।
১৬. কুমার শানু-এঁর পিতা পশুপতি ভট্টাচার্য, একজন শিল্পী ও সুরকার।
১৭. গায়িকা জোজো- এঁর পিতা বিখ্যাত অভিনেতা ও সংগীত শিল্পী মৃণাল মুখোপাধ্যায়।
১৮. সুধীন সরকার- এঁর সুযোগ্য পুত্র, সুরকার জয় সরকার। বিখ্যাত গায়িকা লোপামুদ্রা মিত্র হচ্ছেন, জয় সরকারের স্ত্রী।
১৯. শক্তি ঠাকুর- প্রখ্যাত অভিনেতা ও সংগীত শিল্পী।
তাঁর কন্যা মোনালী ঠাকুর- সংগীতে আজ উপমহাদেশ কাঁপাচ্ছেন।
২০. অংশুমান রায়-বিখ্যাত লোকসংগীত শিল্পী। তাঁর পুত্র, ভাস্কর রায়- বাবার যোগ্য আসন নিতে পেরেছেন।
২১. সুমিতা সেন- বিখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী। তাঁর সুযোগ্য কন্যাদ্বয়, ইন্দ্রানী সেন ও শ্রাবণী সেন।
২২. অখিল বন্ধু ঘোষের স্ত্রী রূপালি ঘোষ। অখিল বাবুর গাওয়া কয়েকটি অত্যন্ত জনপ্রিয় গানের গীতিকার ও সুরস্রষ্টা রূপালি ঘোষ।
ড. মুন্সি আবু সাইফ

পোষ্টটি লিখেছেন: নীরব পথিক

নীরব পথিক এই ব্লগে 16 টি পোষ্ট লিখেছেন .