coronavirus

নিরব ঘাতক

হুসনা খাতুন

এ কোন নিরব ঘাতক নেমে এলো পৃথিবীর বুকে
যুদ্ধ নয়, নয় কোন অস্ত্রের ঝনঝনানি
তবুওতো নেই কেহ সুখে
দৃশ্যমান নয়, নিরবে নিভৃতে সে এলো,
গোটা পৃথিবী জুড়ে এক আতংক ছড়িয়ে দিলো
সারা বিশ্বের জ্ঞানী গুনীজন লা-জবাব,
চিকিৎসকের চিকিৎসা বিদ্যা আজ নিরব।
এতো রোগ নয়, নয় কোন শাস্ত্রের ব্যাধি;
গজবের এক ক্ষুদ্র নমুনা মাত্র।
লক ডাউন হয়ে ঘরে ঘরে সব বন্দী;
ঘুমহীন সব শঙ্কিত দিবারাত্র
গুম, খুন, রাহাজানি আর অশ্লিলতা যত,
অহংকার, দাম্ভিকতা সব করোনার কাছে নত
শুধুই তিনটি অক্ষর নাম যার করোনা,
আক্রান্ত হলেই তাঁর কাছে যেতে মানা।
ক্ষুদ্র হতে খুদ্রতর এ কঠিন জীবানুর থাবা,
যার কাছে আজ বিজ্ঞান যেন বোবা।
এ করাল গ্রাস ছড়িয়ে পড়েছে বিশ্বময়,
করুনা করো হে গাফুরুর রহীম করুনাময়।
স্বামী-স্ত্রী আর রক্তের যত বন্ধন,
দূরে দূরে সব মা-বাবা ও ভাই বোন।
ইয়া নফসী, ইয়া নফসী, হায় এ কিশের আলামত;
বেশী দূরে নয় ভয়াবহ কাল কেয়ামত।
জাগো, ওঠো, মুসলিম স্মরন করো মওলাকে,
ঘুমিয়ে থেকোনা আর বেশী বেশী ডাকো আল্লাহকে।
‘ক’-তে কোরআন, ‘রো’ তে রোজা আর ‘না’ তে নামাজে হও রত,
‘করোনা’-র সহজ মানে যে এটা, তবে কেন এত শংকিত?
‘করোনা’-কে নয়, হে মানব! আল্লাহকে ভয় করো,
পাক মওলার সবচে প্রিয় হাবিব কে স্মরন করো।
যিনি সৃষ্টি না হলে কিছুই সৃষ্টি হতোনা,
সেই রাসুলের উম্মত মোরা জেনেও কেন যে মানিনা।
পাপ পূন্যের হিসাব মা’বুদ কেয়ামত মাঠে করিও,
তোমার সৃস্টির সেরা জীব মোরা নেয়ামত সুধা ঢালিও।
হেদায়েত দাও, হেফাজত করো; তুমি ছাড়া কোন গতি নাই।
রোগ শোক যত বালা মুছিবত মুছে যাক তোমা মহীমায়!
জগত জুড়ে মৃত্যুর খেলা, ভয় নেই মরনেতে;
নিয়ে যাও যদি তোমার কাছে ঈমানী হালতে।
মৃত্যু দুয়ারে ওত পেতে থাকে ইবলিস শয়তান,
বড় ভয় হয় মোরা যে তোমার দূর্বল ইনসান।
এ যে বেঈমানদের শাস্তি আর মুমিন লোকের পরীক্ষা,
শক্তি দাও হে রহমান খোদা দাওগো ঈমানী দীক্ষা।
এসেছে রামাদান, রহমতে গরীয়ান, ক্ষমা করো, মাফ করো প্রভু হে!
নাজাত ও মাগফেরাতে, দয়ার সাগরে তুমি; সব বালা দূর করো কভু হে! 

 

Copy link