kothamala

নবী পাক (ﷺ) এর স্মরণ

মো. আব্দুস সামাদ মিয়া

দুনিয়ার এই সুশীতল পানি আর মৃদু সমীরণ,
নবীর কদম পাকের পরশে তৃপ্তি হয়েছে মন।
আজো আসমানে ওঠে যেই চাঁদ আর যতো সব তাঁরা,
তারই কদম পাকের ছোয়ায় সারা নিশি নীদ হারা।
নদীর স্রোতের ছন্দের তানে আজো শুনি সেই নাম,
মহাম্মাদুন মহাম্মাদুন সারা নিশি দিনমান।
আহারে আমার প্রাণের পেয়ালা ভরে ওঠে সেই শোকে,
পাক মদিনার রওজার মাটি নীদ নেই তার চোখে।
ভোরের হাওয়ায় আকুল যাতনা মৃদু মধুময় ছন্দে,
তুমি, এসোগো আমার জীবনের সারা পথখানি প্রেম গন্ধে।
কদমে তোমার নছিবে আমার নবীর (ﷺ) সম্ভাষণ,
তব, প্রেমের কাননে সমাহিত হোক মোর পুষ্পিতবন।
জান্নাতের ঐ আকুল বাসনা তব নাম ধরে ভুলি,
তব আতিেথ্য নিশির স্বপ্ন জেগে রয় দ্বার খুলি।
কলিজার এই পরতে পরতে তব কদমের ধুলি,
পূর্ণ চাঁদের গোলাপ দানিতে সিঞ্চনে তার বুলি।
মোর জীবনের শত আনন্দ সুখময় কোলাহল,
ওরে, নিভিয়া গিয়াছে মদিনার ঐ পাক রওজার তল।
নিভিয়া গিয়াছে শত শিখা হয়ে আর জ্বলিবেনা ফের,
জ্বলিবে কেবল মহাম্মাদুন (ﷺ) প্রেম শিখা জীবনের।

Copy link